বাংলাদেশের সর্বোচ্চ সম্মানজনক পেশা 'বিসিএস'কে বেছে নেয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন। বলা হয়ে থাকে, মানুষ তার স্বপ্নের সমান বড়। আমরা সবাই দেখি ভালো কিছু করার। কিন্তু সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রম ছাড়া স্বপ্ন স্বপ্নই থেকে যায়। এই বইটিতে বিসিএস প্রিলি. ও লিখিত প্রশ্ন বিশ্লেষণ করে চূড়ান্ত সাজেশন দেওয়া হয়েছে। পাশাপাশি বিসিএস প্রিলি. ও লিখিত কমন টপিক সমূহ চিহ্নিত করা হয়েছে। যা শিক্ষার্থীদেরকে কম পরিশ্রম করেও পূর্ণাঙ্গ প্রস্তুতিতে সহায়তা করবে। আশা করি বইটি শিক্ষার্থীদের গাইডলাইন হিসেবে কাজ করবে। ১১শ সংস্করণে বিজেএস, ব্যাংক জব এবং নন-ক্যাডার পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন বিশ্লেষণ অন্তর্ভুক্তসহ বইটিকে আরো বেশি নির্ভুল ও আপডেট করা হয়েছে।
পরিশেষে প্রত্যাশা করি, বিসিএস ক্যাডার হওয়ার মাধ্যমে আপনি আপনার নিজের, পরিবারের, সমাজের সর্বোপরি রাষ্ট্রের উন্নয়নে আপনার মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবেন। সাফল্যের পুষ্প-পল্লবে বিকশিত হোক আপনার জীবন। অনাগত দিন হোক রঙিন, বর্ণিল, ঋদ্ধ ও সমৃদ্ধ।
মনে রাখবেন, "পরিশ্রম নয়, কৌশলগত পরিশ্রম সাফল্যের চাবিকাঠি"।