চবি ভর্তি তথ্য কণিকা
Posted on Nov. 13, 2022, 7:48 p.m.
Varsity

★ সাধারন তথ্য:
CU A:
- আবেদন ফি 1000টাকা।
- আবেদনের সময়সীমাঃ 20April - 10May
- প্রবেশপত্র সংগ্রহের সময়সীমাঃ
- মুল পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 June
★ আসন সংখ্যা:(বিস্তারিত একদম নিচে)
- CU A=1212 টি
★ আবেদন যোগ্যতা:
- CU A : SSC ও HSC তে আলাদাভাবে (৪র্থ বিষয়সহ) GPA ন্যূনতম 4.00 করে মোট GPA ন্যূনতম 8.00 হতে হবে।
★ সিলেকশন পদ্ধতি:
- আবেদন যোগ্য সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে।
★ পরীক্ষার সিলেবাস:
- সংক্ষিপ্ত সিলেবাস।
★ পরীক্ষার মানবন্টন:
- CU : MCQ- Bangla=(10×1), English=(15×1) এবং Physics=(25×1), Chemistry=(25×1), H.Math=(25×1), Biology=(25×1) এই চারটি থেকে যেকোন তিনটি বিষয় দাগানো যাবে এবং এভাবে মোট 100 নম্বর; সময় 1 ঘন্টা।
★ ফলাফল নির্ণয় পদ্ধতি:
- (SSC GPA×2) , (HSC GPA×2) এবং ভর্তি পরীক্ষার 100 নম্বর নিয়ে সর্বমোট 120 নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হয়।
★ নেগেটিভ মার্কিং:
- MCQ তে ০.২৫
★ ক্যালকুলেটর:
- CU A : আছে (100MS মডেল ব্যবহার করা যাবে)
★ পরীক্ষার কেন্দ্র:
- -----------------------------
★ সেকেন্ড টাইম:
- নেই