রাবি ভর্তি তথ্য কণিকা
Posted on Nov. 13, 2022, 7:36 p.m.
Varsity

★ সাধারন তথ্য:
RU C:
- আবেদন ফি 1100টাকা।
- প্রাথমিক আবেদনের সময়সীমাঃ 25May - 09June
- চুড়ান্ত আবেদনের সময়সীমাঃ 15জুন - 28June
- মুল পরীক্ষা অনুষ্ঠিত হবেঃ 25 July(C Unit)
★ আসন সংখ্যা:(বিস্তারিত একদম নিচে)
- ১৫৪০ টি
★ আবেদন যোগ্যতা:
- SSC-2016,2017,2018 এবং HSC-20,21 ব্যাচের শিক্ষার্থীরা আবেদনযোগ্য।
- SSC ও HSC তে আলাদাভাবে (৪র্থ বিষয়সহ) GPA ন্যূনতম 3.50 করে মোট GPA ন্যূনতম 8.00 হতে হবে।
★ সিলেকশন পদ্ধতি:
- চার শিফ্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে : (১) সকাল ৯:০০ থেকে ১০:০০ টা পর্যন্ত, (২) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত, (৩) দুপুর ১:০০টা থেকে ২:০০ টা পর্যন্ত এবং (৪) বিকেল ৩:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত।HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ 72 হাজার করে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দিবেন।
★ পরীক্ষার সিলেবাস:
- সংক্ষিপ্ত সিলেবাস।
★ পরীক্ষার মানবন্টন:
- MCQ- আবশ্যিক শাখা: Physics=(25×1.25), Chemistry=(25×1.25), ICT=(5×1.25) এবং ঐচ্ছিক শাখা(A,B,C থেকে যেকোন একটি দাগাতে হবে): A)Biology=(25×1.25), B)H.Math=(25×1.25), C)Biology+H.Math=[(13+12)×1.25] করে মোট ১০০ নম্বর; সময় ১ঘন্টা।
★ ফলাফল নির্ণয় পদ্ধতি:
- শুধুমাত্র ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হয়।
★ নেগেটিভ মার্কিং:
- 16%(0.2 করে)
★ ক্যালকুলেটর:
- নেই
★ সেকেন্ড টাইম:
- আছে