CKRUET ভর্তি তথ্য কণিকা
Posted on Nov. 13, 2022, 8:41 p.m.
Engineering

RKCUET:
- আবেদন ফি 1200টাকা।
- আবেদনের সময়সীমাঃ 6June - 19June
- মুল পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশঃ 4July
- মুল পরীক্ষা অনুষ্ঠিত হবেঃ 6August
★ আসন সংখ্যা:(বিস্তারিত একদম নিচে)
- RKCUET: 3210 টি (CUET- 920 টি, KUET- 1060 টি, RUET- 1230 টি)
★ আবেদন যোগ্যতা:
- RKCUET: SSC তে ন্যূনতম জিপিএ 4.00 এবং HSC তে Physics, Chemistry, H.Math তে গ্রেড 15/15 এবং English এ 4/5.00 GPA থাকতে হবে।
★ সিলেকশন পদ্ধতি:
- RKCUET: HSC Physics, Chemistry, H.Math, English এই চার বিষয়ে প্রাপ্ত মোট GPA এর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করবেন। GPA একই হলে পর্যায়ক্রমে পদার্থবিজ্ঞান,রসায়ন ও গণিতের মোট নম্বর→পদার্থবিজ্ঞান ও রসায়নের মোট নম্বর→পদার্থবিজ্ঞানের নম্বর→ রসায়নের নম্বরের ভিত্তিতে মেধাস্থান নির্ধারন করবেন।এই মেধাস্থান হতে প্রথম ৩৩ হাজার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিবেন।
★ পরীক্ষার সিলেবাস:
- সংক্ষিপ্ত সিলেবাস।
★ পরীক্ষার মানবন্টন:
- RKCUET: MCQ- Physics=(25×6), Chemistry=(25×6), H.Math=(25×6), English=(25×2) করে মোট 500 নম্বর; সময় ২ ঘণ্টা ৩০ মিনিট এবং গ্রুপ ‘খ’ (আর্কিটেকচার) 200 নম্বর; সময় 1 ঘন্টা।
★ ফলাফল নির্ণয় পদ্ধতি:
- RKCUET: শুধুমাত্র ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর মেধাতালিকা প্রকাশ করা হয়।
★ নেগেটিভ মার্কিং:
- RKCUET: ২৫%
★ ক্যালকুলেটর:
- আছে (নন-প্রোগ্রামেবল যেকোনো ক্যালকুলেটর)
★ পরীক্ষার কেন্দ্র:
RKCUET:
- RUET KUET CUET তিনটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।যেই কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রেই ভর্তি কার্যক্রমের সকল কাজ সম্পন্ন করতে হবে।
★ সেকেন্ড টাইম:
- নেই