BUET ভর্তির তথ্য কণিকা
Posted on Nov. 13, 2022, 8:34 p.m.
Engineering

★ সাধারন তথ্য:
BUET:
- আবেদন ফি 1000টাকা।
- আবেদনের সময়সীমাঃ 16April - 25April
- প্রিলি পরীক্ষায় যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশঃ 14 May
- প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবেঃ 4June
- মুল পরীক্ষায় যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশঃ 11 June
- মুল পরীক্ষা অনুষ্ঠিত হবেঃ 18 June
★ আসন সংখ্যা:(বিস্তারিত একদম নিচে)
- BUET: 1275 টি
★ আবেদন যোগ্যতা:
- BUET: SSC GPA 4.00/5.00 এবং HSC তে GPA-5.00 এবং H.Math এ 200 নম্বরের মধ্যে ন্যূনতম 170 এবং Physics, Chemistry, বিষয়ে 400 নম্বরের মধ্যে ন্যূনতম 372 থাকতে হবে।
★ সিলেকশন পদ্ধতি:
- BUET: সঠিক আবেদকারীর মধ্যে থেকে ১ম ২০হাজার জোন শিক্ষার্থীকে প্রিলিমিনারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দিবেন।প্রিলি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।প্রতি শিফটের মেধাক্রম অনুসারে প্রথম ৩হাজার করে মোট ৬হাজার শিক্ষার্থী মূল লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।প্রিলিমিনারি পরীক্ষায় সুযোগের ক্ষেত্রে পদার্থ ও রসায়নের মোট মার্ক্স দেখবেন।
★ পরীক্ষার সিলেবাস:
- সংক্ষিপ্ত সিলেবাস।
★ পরীক্ষার মানবন্টন:
- BUET: প্রিলিমিনারি MCQ পরীক্ষা- Physics=(33×1), Chemistry=(33×1), H.Math=(34×1) করে মোট 100 নম্বর; সময় 1 ঘন্টা ।
- BUET মূল লিখিত পরীক্ষা : Physics=(13×10), Chemistry=(13×10), H.Math=(14×10) করে মোট 400 নম্বর; সময় 2 ঘন্টা এবং গ্রুপ ‘খ’ (আর্কিটেকচার) 250 নম্বর; সময় 1 ঘন্টা 30 মিনিট।
★ ফলাফল নির্ণয় পদ্ধতি:
- BUET: শুধুমাত্র মূল লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর মেধাতালিকা প্রকাশ করা হয়।
★ নেগেটিভ মার্কিং:
- BUET: প্রিলিমিনারি- ২৫% , লিখিত- নেই
★ ক্যালকুলেটর:
- আছে (নন-প্রোগ্রামেবল যেকোনো ক্যালকুলেটর)
★ পরীক্ষার কেন্দ্র:
বুয়েট ক্যাম্পাস
★ সেকেন্ড টাইম:
- নেই